শত বিপদ, শত বাধা,
বারংবারে থমকে যাওয়া;
সব পেরিয়ে, সব ছাড়িয়ে,
সফলতায় তােমার ছায়া।
কেউ যে বলে বটবৃক্ষ,
কেউ যে বলে ছাউনি,
আমার ভুবনে তুমিই রাজা,
শুধু মুকুট খানি নাওনি।
কপালে ভাজ রেখে তুমি,
হাল ছাড়ােনা কভু,
উজাড় করে বায়না রাখাে,
ফেলে দাওনা তবু।
শাসন বারণ করতে যখন,
খােব জমাতাম মনে,
দিকহারা এক পথিক আমি,
তােমার পরশ বিনে।
সবটা দিয়ে সাজিয়ে দিলে,
স্বপ্ন রাশি রাশি,
হয়নি বলা বাবা তােমায়,
অনেক ভালােবাসি।