দুঃস্থ, গরীব, নিম্ন বিত্তের, জীবন যেনাে টাকার চাকা;
নির্মমতার জীবন চিত্র, রংতুলির ধূসর রঙে আঁকা।
অরাজকতায় মত্ত যারা, সুশীলতার মুখোশ পরে;
উচ্চাসীনে বসে তারাই, কালোবাজারী আইন গড়ে।
মঞ্চে যাদের প্রধান বুলি, ন্যায় নীতি আর সাম্য কথা;
প্রতিশ্রুতির উক্তি গুলি, নিরর্থক ও নিষ্ফল বৃথা।
ঘুষ যখন হয় উপঢৌকন, নীতি তখন রুপকথাতে;
লােক দেখানাে মানব সেবক, মহান নেতা উপাধিতে।
সুশাসনের দেশ যদি হয়, ছাত্র কেনাে অস্ত্র হাতে?
মেধা যদি যােগ্যতা হয়, মাপকাঠি কেনো অর্থ বিত্তে?