পোড়ে মন তাপদহে। চৈত্র আগুন দেহে:
পরগৃহে– যেয়ো না গো তুমি। ওগো মেঘ–
দাঁড়াও, বাড়াও দু'হাত! নিরালায় যদি
বসো একটু বেশিই– কি এমন পরচারি!


লাল শাড়ী, আলতা কি চুড়ি–সাজো মেঘ;
মন যদি চায়! শোনো শোন প্রিয় প্রাণ,
চাইলেই চৈত্রে যাবে 'পরবাসী মেঘ'–
কাছে না এলেই হবো– 'বিরহী বোশেখ'!


'তোমার নাইয়র' সেই 'চৈত্র নাইয়র'–
শিরে নামা সংক্রান্তি, উন্মত্ত অভিশাপ!
চাইলে একটু বেশি, কি এমন ক্ষতি–
কি এমন পাপ!


১২/০৪/২০২২