আশায় ছিলাম,
সুহৃদয় শিল্পী কোনো, স্বেচ্ছায় আঁকবে আবার-
অপদেবতার প্রিয় ছবি!


বহুজন্ম আঁকেনি কেউ। বহু অমাবশ্যার পর-
কেউ আর রাজি হতে পারেনি পুনরায়! যারা যারা
স্বভাবত চন্দ্রাহত হতো; তারা কেউ রাত জেগে নেই!


দাগ হলো-
রঙিন প্রজাপতি, উড়ে বসা ফুলে ফুলে সৌম্য সূচক।


বিদায়ের বহুজন্ম পরেও পুনঃ; জন্ম দেখিনি-
কতোকাল চিরচেনা বাসন্তী নগরে,
শাড়ী পড়ে আসেনি অন্তরা! হতো যারা-
চৈত্রে সুখী; কেউ তারা আজ আর- বেঁচে নেই!


২৬/০৩/২০২২