একদা এক ছাগল ছিলো, ছাগল বড় ছাগল ছিলো।
গমের ভুষি, গাছের পাতা  ভালোবেসে হদ্দ ছিলো।
মালিক বড় ভালো ছিলো  ছাগলটা তেল কালো ছিলো।
ছাগল বড় ছাগল ছিলো, ছাগল বড় ছাগল ছিলো।


চকচকে কালো চামড়ার তলে
চর্বিটা বোঝা যায়।
আদর বিলালে, ত্যাদর ছাগলে,
ছুটে ছুটে চলে যায়।
কসাই খানায়, কসাই খানায়, কসাই খানায়...


কেউ টানে না কেউ পোছে না, তাও
ভূষি খেলো,
জীবন দিলো।


এমন ছাগলে খুশী
খুশখুশি কোন সীমা নাই।
মালিক পেছনে চলে
ছাগলটা আগে  চলে
কসাই খানায়।


মালিকের গা ঘেষা কেমন ছাগলগুলো !
এরকম ছাগলের, দাম বেশ ভালো!


ছাগলে কয়," ব্যাঁ, আমাক ব্যাচেন ক্যাঁ!"
মালিকে কয়," ধুর, ট্যাকাতে ভরপুর !"


এ ছাগল এখন আর তেল তেলে নয়,
ছাগলটা পিস পিস হয় ভগ্নাংশ,
ছাগলকে ভালোবেসে কেউ নেয়  মাংস,
চামড়াটা আলাদা,
হাড় মাথা আলাদা,
ভাগে ভাগে, ব্যাগে ব্যাগে,
খাবারের প্যাকেটে।
নেয় কেউ গুনে গুনে টাকাগুলো পকেটে।


যে যার ভাগটা বুঝে নিলো,
সেই ম'লো যে ছাগল ছাগল ছিলো,
ছাগলটা ছাগল ছিলো,
ছাগলটা আসলেই ছাগল ছিলো।
১০/০২/২০২২