স্বাধীন–সিরাজ। নবাব সিরাজুদ্দৌলা, তার পরাজয়ে তুমি খুশী তো মিরজাফর! বিনিময়ে দুইশত বছরের পরাধীনতার ইতিহাস, সমাধি খোশবাগ আমাদের হলো। কতো কথা লিখে দিলে ইতিহাসে– মন্দ সে, অকর্মন্য, অযোগ্য, স্বেচ্ছাচারী... কখনো লোলুপতা, কখনো জাতি বিদ্বেষ– ধোঁয়া তুলে পর করে, তুলে দিলে মিরনের হাতে।


প্রাপ্যতা নিয়ে, যোগ্যতা নিয়ে, মর্যাদা নিয়ে, প্রশ্ন তুলে তুলে 'পলাশীর রম্য পরাজিত'– শেষতক তাকে বাননোই হলো! প্রাসাদ ষড়যন্ত্র, বেনিয়া বানিজ্য, কদর্য ব্যখ্যায় মুছে দেয়া হলো বেগম লুৎফুন্নেসার সাজানো সংসার।


কতো কথা বলে গেলো লোকে। হ্যাঁ, কেউই বললো না সিরাজের কোলে আমাদের তাজ 'স্বাধীন ছিলো'। হাত তুলুন; কোন কোন পুণ্যাত্মা সিরাজের বুকে ছুরি চালাবার যোগ্য! বলুন কার কার কোন কোন পুণ্যের বিনিময়ে পরাধীনতার, লজ্জার, দুঃসহ বিশ্বাসঘাতকতার– ইতিহাস আমাদের হলো!


১৫/০৪/২০২২