না জেতা মেডেল, না বাঁধা জুতোর ফিতে  
কিম্বা টাই এর নট-
এলোমেলো। সোহাগ, বকেছে তাকে?
অবশেষে, অশেষ ক্লান্ত দেহ-মন।
বলেছো কি তাকে,"ও আমার এলানো পাথর,
ঘুমোও.."
কেন তার সকাল হচ্ছে না?
কেনইবা ও সকাল সকলের নয়?
কখনো কি হয়েছিলো অকালে সকাল?


কিলবিলে কৃমিকীট,  জোঁক সেও শুষেছিলো,
কি এমন পাঁক যাতে-
ডুবে যেতে যেতে, শুভ-বোধ ব্যাথা পেয়ে
উবে গেলো?  ছিলো অপমান, অপবাদ,
দীর্ঘায়ু-শোক?
ক্রমশই গাঢ় থেকে গাঢ়তর রাতের-আঁধারে
ডুবে গেলো যুবা, ডুবে গেলো অবজ্ঞায়,
অকালে সকাল পেলো না তবু?


অপেক্ষার এ সকাল, আসে নাতো কভু দ্রুত পায়,
ও সকাল, তুমি আরো; কতো বেশি শ্লথ হতে পারো,
বিবাগীর, জানা ছিলো না! রাখবে কি দুই হাত,
বিবাগী মাথায়! সে যে আজ ক্লান্ত বড়।
এমন সকালে যদি, না আসে ফিরে- এমন সকাল
যদি; ভাসে পদ্মায়, তখনো বকবে তাকে?  


জীবনে প্রথম বার-
শত শত বিঘা, এক দাগে- কিনবেন বলে; আমাদের
মাইকেল হাটঁছেন! মাইকেল হাটঁতেই নেমেছেন।
আজ তাকে ডেকেছেন লুনার অ্যাম্বাসি!
পারলে ফেরাও তাকে। ভুষণ্ডির মাঠে-
সূর্যাস্তের আগে; তাকে আজ ফিরতেই হবে!


১৭/০৩/২০২২