তোমার অরণ্যে তুমি, নিজে হার মানো
অরণ্য উজাড় হলেও অভিশাপ কই?


অনেক ভেবেছি ভাবলাম বহুবার ,
অরণ্য হয় না গোলাম,
জমা হতে থাকে অভিযোগ,
সে ফুরায় বীজ মরে গেলে।
অরণ্যের মালিকানা কার ?


মালিকানাধীন ইট, কাঠ।
মাটি আর গাছের ফসিল।
মনুষ্য নশ্বর , অরণ্য নশ্বর ,
পৃথিবী নশ্বর, ধ্বংস এখন আরও তড়িৎ
আরও উৎসব মুখর আরও জমকালো।


জগত  বীজের মতোন
অরণ্য আদলে স্বাধীন।
ও অরণ্য শোনো  পথ হারাইনি আমি।
অন্যের দাগ দেয়া পথ তোমার মতোই
আমারও ভালো লাগে না।
১২/০২/২০২২