কখনো একটু ঘুম, এক মুঠো ভাত, লজ্জায় একটু-
আড়াল– শুধু নয়; ছুটে আসা বিপ্লব খেলা করে: একজন
প্রেমিকের কোলে– ছুঁড়ে দেয়া রুটি খেকো নয়: একখানি
শিতল পাটির বুকে শীল-যোদ্ধার মোড়ানো দেহ, বঞ্চিত
প্রেমিকের উঁচু মাথা, মুমুক্ষু কাঙালীর শুভ্র সন্তান–
অভুক্ত সেইসব পেট– সবচেয়ে দামী।


যে পৃথিবী মরা জোৎস্নায় ম্যাড়মেড়ে হতে হতে;
ওদের সমাধি, সামিয়ানা দিতে ভুলে গেছে, ভুলে গেছে
রুটির আবাদ; এরকম-ধানক্ষেতে, মরুভূমি-নদী বুকে
পতনের আস্বাদ: শ্বাস বন্ধ হয়ে যায়; তবু মরা স্রোত
বয়ে চলে– বয়ে চলে দীর্ঘশ্বাস। এরকম... এরকম
ভালোবাসা-হীন পৃথিবীর কাছে কিছু আর চাইনা আমি।


০৩/০৪/২০২২