নামজাদা বেড়ালে, ছেঁড়ে শিকা আড়ালে,
নাই কথা চুপচাপ; গম্ভীর।
নাচে নেই ছন্দ, ফুলে নেই গন্ধ,
আভাসে সে টুং-টাং– জঞ্জীর।


খুব কাছে এসো না। "অতি ভালো" বেসো না।
দিলে প্রেম বেড়ে যাবে– চাহিদা!
বিদ্রুপে হেসো না, নাক ঝেড়ে কেশো না,
হতে পারো টুকটাক, ঠুকঠাক– ভুরিদা।


ভাবো যদি চেনো না, করো ভান জানো না,
''যখন বলেন যা" যদি বলো মানো না,
স্বেচ্ছায় হও যদি আলসে: চল্লিশে–
ক্ষমা নাই; ন্যাবা কিবা, চোখে হলে– চালশে।


"হাঁচিকাশি জ্বর-জারি" গিলে ফেলো তুমিও–
হাঁক-জারি হাকিমের, "জেগে জেগে ঘুমিও!"


০১/০৪/২০১৭