তুই বলেছিলি, “নিপাট ভালো মানুষ ভালবাসবি,
সফেদ কাপড়ে আলো এপাশ ওপাশ হবে!”
এখন!
আপন ভুবনে তোর ,
অন্তত তেত্রিশটা নিখাদ খারাপ ইতিহাস।
এখনো কি ভালো মানুষ খুঁজিস?
এখনো কি ঠক বাছিস,গাঁ উজাড় হয়না তোর?
এক বসন্তে তোর আর ভালো মানুষ পাওয়া হবে না,
খোঁজ খুঁজতে থাক!
অসৎ সঙ্গেৱ সর্বনাশটা,
অকারণ হতে দিলি না আমার।
বুঝেছিস?
“ভালোবাসার মতো ভালো মানুষ,
সহজলভ্য হয় না মোটেও।
ঘোমটার কাপড় খুলে উলঙ্গ করার আগেই,
অথবা অচ্ছুৎ সতীচ্ছেদ অক্ষত না পেলেই,
অথবা সন্তানেরা আয়না না হলেই..
এইবার এ অকারণ অবিশ্বাসের অভ্যাসটা ছাড়।
ভালবাসতে শেখ।”
তুই বলেছিলি,
“উলঙ্গতো সবাইকেই হতে হয়,
ভালবেসে, ভালো না বেসে,সকলই চামড়াজাত।
কি বলিস, একটু আলাদা তুই?
নাকি দিন শেষে বেড়াল লোলুপ ..
যদিও সে প্রমাণ খুঁজিনি আমি।”
আমি আর কিচ্ছু জানতে চাইনি,
জানতেও চাইনি, “কেমন আছিস?”
“কেমন আছে সবাই?”