ভুলে গেলে তুই আবার শুরু ধ্যাত্তেরিদের গল্প,
গালগল্পের সূচনালগ্নে মিথ্যে মিথ্যে কল্প।
মন থেকে বল ভাল্লাগেনা আমার কথকথা!
মিথ্যে কেবল থাকিস ভুলে ভাললাগা কতকথা।
এর নাম তুই জীবন বলিস, এর নাম নাকি বাঁচা!
বাচালতা ঘটে তালা আটা মুখে, অবিরাম আকুলতা।
চেপে চেপে রাখ চোখবুঁজে থাক, আমায় ডাকিস না,
বন্দী দুপুরে চার দেয়ালে বন্দী থাকিস না।
তুই মুখ ফুটে নাইবা বলিস, আমি বেইমান দুষ্ট,
তাই তোকে নিয়ে নিয়মিত লিখি আমার কবিতাগুচ্ছ।
আয় ফিরে আয়,দিন চলে যায়,কাঁদে সুখ জানালায়,
ভাল থাকা সুখ বেমানান বড় আজকের  জামানায়।