আমি আজ একলা পথে,
  তবুও শত ভাবনা মাথায়।
দেখি আলিয়ার মাঝে মিছে,
প্রিয় কাঁদে গো হায় হায়।
ফিরতে পারিনা বৃথা এ মন,
কেন রারে বার ফিরতে চায়।
নিঠুরিয়া দৈত টানে যে হাত,
নিরূপায়ে অবুঝ পাখি যায়।
আপন কেহ নেই মোর পাশে,
ফিরোজ পিছনে একলা হাসে।
একই পথে আমি ও ফিরোজ,
চলছি ঐ বন্দি হাওয়ায় ভেসে।
মানুষ সেতো মায়ায় গড়া প্রান,
মায়াবতীর প্রভাবে স্নেহ রেখে যান
আলেয়া সবি বন্ধু জানে এ মন।
জীবনে নয় হে কেহ আপনজন।
একলা এসেছি ঐ একলা যাবো,
বন্ধু বলে গোড়া সোনাকে পাবো।
জন্ম নয় শত বার এক বারেই চাই,
সেই জন্মে আমি তোমায় যেন পাই।
............... পরবর্তী...............