ধন্য হোক তোমার জীবন,
ছিন্ন হোক মনের বাঁধন।
পূর্ন্য হোক যত মনের আশা।
জীবনে থাকুক ভালোবাসা।
জীবন পথে করো না ভুল।
জন্মে ছিলে নিঃষ্পাপ ফুল।
মাটির মানুষের ন্যায় গড়ো প্রান।
সত্যের পথে আজ দিয়ে যান।
সকলে মোরা বন্ধু ভাই ভাই।
জাতিভেদ বলে কিছু নাই ।
আপন মনে বাসলে ভালো।
পবিত্র মনে ভোরে উঠবে আলো।
স্বর্গের সুধা তুমি করবে জয়।
জীবনে লক্ষ্যে কর না ভয়।
থাকবে মাঝি তোর ঘাটে ঘাটে।
স্বর্গ,মর্ত্য তোর আপন হাতে ।
প্রকৃত সুখী হবে এ মন।
ধন্য হবে মানব জীবন।