প্রভাতের শেষে,
আধার আইলো নেমে।
একি মৃত্যুর আভাস,
ভাবিয়া উঠল তা মনে!
শত ভাবনা ঘিরে,
জাগিয়া সকাল সাজে।
মা কহিল মোরে,
ভয় করিস নে বাঁছা।
মৃত্যুকে দেখিয়া ভয়ে,
যে করিবে আষ,
অবধারিত মৃত্যু তাহার,
করিবে যে সর্বনাশ।
মায়ের বানী স্বরনে রেখে,
ভাবিলাম তাই শোকে,
হায় রে শত মৃত্যু,
দেখিয়াছি এ স-চোখে।
কি আছে এ জীবনে,
সব কিছু মায়ায় ভোরা।
দু দিনের এ জীবনে,
কেনইবা মিছে অশ্রু ঝরা।
সত্যের পথে চলো,
সত্য কথাই বলো।
অন্তিমে কেন হে শুধু,
মিছে হরি হরি বলো।
তাহাতে কি হয় লাভ,
সারা জীবন করিয়া পাপ।
নিজ স্বার্থে  শেষে দাও
হরির নামে ঝাঁপ।
হে বিধাতা আমি যে,
নই গো প্রভু এমন,
পাপের রাজ্যে কখনো,
প্রভু করিনি গমন।
ভয় কেন হে তবে,
মৃত্যুর কম্পিত ঝংকারে,
না না এ ভয়ে নয়,
এ যে মোর মায়ার প্রভাব।
...... ..@...........