যখন সুখি অবস্থায়,
আলপনা এঁকে রং ছড়ালে।
কত শত আভূষন অঙ্গে,
চোঁখে মায়ার প্রভাব।
বুকে অজানা কম্পনের ধ্বনি,
কত রুপ কথার ভাষা।
লাজে হারিয়ে যেত সে বানী‌,
আমি তোমায় ভালোবাসি।
আজ মোর দিনের শেষে,
স্বার্থপর হয়ে চলে গেলে।
তুমি ভুলে গেছো পরিবর্তন,
আগামী আবার সকাল হবে।
এ সময় আর ফিরবে না,
অতীতের স্মৃতি হয়ে যাবে।
আলেয়ার পিছে ছুটবে তখন,
মিছে দিশা হীনতার মাঝে।
গব্বর ময় সেই অতীত,
তা কি আর ফিরে আসে।
সেদিন আমি ক্ষমতা হীন,
হয়ে রইবো তোমার কাছে।
দু-চোঁখে অশ্রু বারি ঝড়ে,
চেয়ে থাকব বুকে অজানা ব্যথায়।
নয়ন বারি মুছবে সেদিন,
সেই দিনের শেষের সঙ্গী এসে।
বন্ধু সময় বুঝে কইরো কাজ,
ভূলিয়া মনের সকল লাজ।
পূর্ন্য হবে মনের আশা,
জীবনে থাকবে ভালোবাসা।