বিনা চাষে পেলে ফল,
ছিঁড়ে খায় গরুর দল।
আগাছা ঘিরে চাষের মাঠে
দেখে গরু ছুটে আসে।
দুষ্টু লোকের মিষ্টি কথা ,
সত্য কথা আজ টক।
তাহাদের সেই কথা শুনে,
আগেই গিলে ঢোক।
লঙ্কায় গিয়ে রাবন সে যে,
আমরা তখন পর।
দেশের বুকে আগুন জ্বলে,
ছিন্ন হয় শত ঘর।
নারী নির্যাতনে রাজনীতি বিদ্
শিক্ষা খাতেও দেখি।
মুখে তখন ঐ প্রশাসনের ভয়,
মনে শুধু কাঁদে আঁখি।
নির্বোধ মানব মোরা মনে নাই খোব,
দু-দিন পরে ঐ ভুলে যাই সব।।
মিষ্টি হাকে ছুটে যাই আবার,
রাজনীতিবিদ গঠন করবো বলে,
ভারত মোদের প্রিয় মহান দেশ ,
ভাই জেগে উঠো আঁখি খুলে।