অপেক্ষার সমকালে
অন্তিম ভাবনার মাঝে।
বুঝিলাম আর কি ফিরে
আসিবে তুমি প্রিয়তমা।
এমতো অবস্থায়........
একি হেরিলাম আমি,
জীবন মুরুতে-
চন্দ্রিমা আইল নামি।
ঈষা জাগিল নয়ণে,
সহসা বক্ষ মাঝে-
দেখি বারে বার স্বয়নে।
অবশেষে বুঝিলাম-
যাহা নেই এ ঘোটে,
ক্ষনিকের ভালোবাসায় তাঁর-
কেমন সে ফুল ফোটে।
নিঃশব্দে নিরালায় একা-
ঝরিয়ে চোঁখের পানি।
দুটি রাস্তার মাঝে পথিক-
একলা আমি জানি।
বিবেক-বুদ্ধি ভুলে গেলাম,
তোমার সুখের লাগি।
পাঁ বাড়ালাম নতুন পথে,
তোমায় ভুলতে হবে জানি।
ভালোবাসা সেতো ভালোবাসা,
মনে স্মৃতি হয়ে রয়-
জীবের অন্তিমকালেও সে প্রেম
হয় না কভু প্রিয় ক্ষয়।