অনায়াসে বলে দিলে তুমি,
এ কেমনি তা হয়।
বজ্রপাত তো হতেই পারে,
আবার তা কিসের ভয়।
চুষে চুষে দেহের অঙ্গ সবি,
নাকাল করে দিলে।
দোমকা হওয়ায় বিদুৎ এ বাজ্
ঝড়ে সবি কেড়ে নিলে।
তবুও এমন তোর লাইগা,
প্রিয় থাকে রাত্রি ভোর।
আলেয়া সবি তুই ছাড়া তাই,
মায়া হয় না বুঝি তোর।