আমার নিজেকে পুরুষ ভাবতে ঘৃণা হয়
কিছু পুরুষ নিষ্ঠুর, নিলর্জ্জ, কলঙ্কময়।
আসলে ওরা কাপুরুষ আসল পুরুষ নয়
ওরা যৌন লালসার কামড়ে কামুক হয়।
পুরুষ হচ্ছে সে যে নারীকে শ্রদ্ধাভরে সযত্নে রাখে
সম্মানের সহিত অকৃত্রিম ভাবে ভালবেসে থাকে।
নারীকে সদা মা, বোনের দৃষ্টিভঙ্গিতে দেখে
নারীর প্রতি বিশুদ্ধ চিত্তে ভক্তি বজায় রাখে।
ওরা কামুক পুরুষ কামের তাড়নায়
কত নারী জাতির শ্লীলতাহানি ঘটায়।
ওরা হিংস্র-নরপশু ওদের বিবেকবোধ নাই
ওরা শুধু কাঁচা মাংসের গন্ধে মনুষ্যত্ব হারায়।
নারী আসলে কোন ভোগের বস্তু নয়
নারী হচ্ছে সৃষ্টির উৎস নারীই প্রলয়।
নারীকে যিনি ভোগের বস্তু বানায়
তার জীবন অনায়াসে বিফলে যায়।