তোমার রেশমি চুলের সুঘ্রাণে

      আমি ভীষণ মুগ্ধ হয়ে যাই।

আমি খোপা হয়ে তোমার চুলে

     সখি লেগে থাকতে চাই।

তোমার চুলের মৃদু পরশে

     আমি চরম আনন্দ পাই।

এত সুন্দর চুল সখি

আমি আগে দেখি নাই।