এই বরষায় একলা চলা
যায় কি রে আর বল
সময় বয়ে যায়,
জীবন নদী চলে ছলো ছলো
আকাশ মেঘে গড়াগড়ি মনে শান্তি নাই
একা ঘরে ঘুম আসেনা  
মনে কষ্ট পাই।
না খেয়ে যে পরে আছে
পথের ধারে ছোট্ট মর্জিনায়।
কত টাকা উড়িয়ে দিলে
জীবনটাকে কত ধুয়ায় ভরিয়ে দিলে
করলে কত নিজের সর্বনাশ।
সময় আছে, সুযোগ এখন শুধরে নিতে
তাইতো দিলাম তোমায় নিমন্ত্রণ।
সময় হাতে আসলে এসো
দেখবে নদীর জল
ভেলায় করে নিয়ে যাব
দুরের কোন গাঁও,
দেখতে পাবে কত জনে
ক্ষুধার জ্বালায় করছে হাও মাও।
পারবেনা যে চোখ ফেরাতে
নারাবে যে বিবেকটাকে
হাত বুলিয়ে দিতেই হবে
অনাদ শিশুর গায়।
পারলে তুমি আরো দিবে
যেতে চাবে আরো দুরের গাঁও,
তোমার আমার সবই আছে
তাদের কেহ নাই।
জোর হাতে বলি তোমায়
এসো তাদের পাশে দাঁড়াই
এখনই সময়
দিতে তাদের বড় সম্মান।