আমার কেউ নেই আজ বড় একা আমি
অন্যের আশ্রয়ে হয়েছে বড়
আজ তোমার আদরের ধন
বাবা, মা, ভাই, বোন কেউ নেই পাশে
অন্যকেই বানিয়েছি আপন জন।
জন্মের পর অন্যকেই আপন বলে জানি
তাইতো তাদের আশ্রয়ে আজ আমি
স্বামীর ঘরে পাঠায়ে দিলে আমায়
ওগো জন্ম জননী।
তুমিতো আপন কেউ নয়,
শুধু জন্ম দিলে আমায়
তাই বোধোয় করেছি সবার মন জয়।
বাঁধেনি কোন কোলাহল সব কিছুইতো পার হয়ে গেছি
তবে কেন মিছে মিশি করেছিলে ভয়
ফেলে গেছো অনাদ আশ্রমে
বুঝিনি আমি বাব, মা কারে কয়।
কেমন মা তুমি আজ আমার ঘৃনা হয়
শুনতে চাওনা মায়ের ডাক
তোমায় কি বলব আর আজ বড্ড ঘৃনা হয়।
যাক বিধাতার খেলা অভাব আমার নেই
তুমি নেই তাতে কি
আমার জন্য আজ হাজার মায়ের কোলে জায়গা হয়।
তাদের আদরেই বড় ভাগ্য আমার
বেধেছি সুখের ঘর।
স্বামী আমার বড় ভাল অনেকের হিংসে হয়,
এতেই আমার সুখ
আমি মনে করি হেরে যাইনি
তোমার অবহেলায় বুঝি আমার সকল সুখ।