মানুষ ভুলে ভরা, আর জীবন শুধুই আনাগোনা
কারে রাখবে আর কারে করবে পর
ভাবনার সাগরে অকালে ডুব
কি করবে পায়না ভেবে অবশেষে জীবন ডুবে যায় অকাতরে।
নিঃশ্ব জীবনে শুধুই ভাবনার হালচাল
বিনিময় দুঃখের জীবন মেনে নেওয়া
এইতো জীবনের খেলা।
শুরু থেকে শেষ, ধুলায় মাখানো জীবন
কেমনে আনব তারে
লাগে যারে ভালো মানেনা সমাজ,
কুটু কথায় উদাসীর সর্বনাশ।
কি করি পাইনা ভেবে, যে আমায় বিশ্বাস করে
তারে না দিলাম কোন দাম ।
সেতো দিয়েছে জীবন,
আমি শুধু খেলেয় গেলাম অবহেলার খেলা
আজ তার গতি কোন সীমানায়
থাকবে কার ঘরের আঙ্গিনায়।
ভাবিনি একবারও সে কতটা সুখী
নাকি আজন্মের অনাহারী।
নাকি আজো কেঁদেঁ কেঁদেঁ চোখের কোনায় জমিয়েছে কালি।