আমার ঘর ভাঙ্গিলাম জীবন দিয়া তোরে
তুই যে আমার সর্বনাশা পদ্মা নদী ওরে
এত বড় নিঠুর পাষান দেখিনি যে আগে
তুই বড় রঙ্গিলা তোর ঢংয়ের শেষ নাই রে
কিসের বড়াই এত করিস ভেবে দেখ রে তুই
মাটির দেহ মাটি খাবে যখন তুই হারাবিরে
ভেবে দেখিস ভবের এই হাটবাজারে
কত মানুষ আসবে যাবে সংগে নাহি কেহ যাবে,
চিনবেনা যে কেহ তোকে,
যখন তোর জীবন যৌবন সব হারাবে।
চিরদিনি দুনিয়াতে আসা যাওয়ার পালা
রঙ্গ নিলায় সব হারাবি
একলা বসে ঘরের কোনে কাঁদবিরে তুই কাঁদবি।
আমি না হয় ডুবে গেলাম ভরা নদীর বুকে
কষ্ট হলেও কূল পাবরে হয়তো ভেষে ভেষে।
মনে রাখিস তুই কিন্তু ডুববি মেয়ে সাগর লোনা জলে
কূলতো দুরের কথা, দেহ খাবে জুন্তু জানোয়ারে।
মনে রাখিস রঙ্গ নিলায় সব হারাবি
একলা বসে ঘরের কোনে কাঁদবিরে তুই কাঁদবি।