ছেলেকে মা সবই দিলে
আমায় দিলে কি?
জন্ম দিয়ে তোমার কোলে
বানাইলে যে পরের বাড়ীর ঝি।
দুই চোখেতে দুই জনই যে
তোমার দুটি ফুল
ধারনাটাই পালটে দিলে
দিলেনা যে আমায় কানের দুল।
ছেলে তোমার কেবল হাঁটে
কিযে হবে আরো অনেক দুর,
তার সেবাতেই ব্যাস্ত তুমি
ধারণা কি ভুল!
কোন মতে পরের হাতে
আমায় দিয়ে মিটালে যে ঋণ
সম্পদের ভাগ দেই দিচ্ছি করে মাগো
কাটবে তোমার আরো কত দিন।
পরের ছেলে বুঝবে কি মা
ভাগিদারের ভাগ কি ছাড়ে কেউ
বুঝেও তুমি না বোঝার ভান
পাওনা থেকেও মোটের উপর কেন কর দান।
সন্তান তোমার আমিও মা
বৃথায় কেন যন্ত্রনা
ছেলে তোমায় স্বর্গ দিবে এমন কথা ভেবনা।
কালের ক্ষেপন কালেই বপন
কালেই তেপান্তর।
বাবাকে মা তুমিই বলো
তোমার সহ দেখতে চাই ভাল অন্তর।
ছেলেই যদি সবই পাবে
আমি তোমার কি?
জন্মের পরেই মারলেনা কেন
বুঝতামনা যে ব্যেথা আবার কি?
এত পরে ব্যেথার জ্বালা বাড়াই দিলে
বছর ঘুরে ডাকো আবার মাত্র দুটি ঈদে।
খাওয়ার পর্ব শেষের দিকে
ছেলের আমাল না আসতেই
তোমরা করলে পর।
এত কষ্ট রাখব কোথায়
কান্নায় বুঝি জীবনই যায়
সামনে চলার পথে।
আসতে পারে এমনও দিন
আল্লাহ যদি রাখে বেঁচে
দেখব সেদিন সামনে তোমার কাকে পাও
ছেলে নাকি মেয়ে।