আমায় জন্ম দিয়েছ মাগো তোমার জীবন বাজি রেখে
আমি কি পারি বল তোমায় ভুলে থাকতে
তোমার রক্তের দাম পারবনা দিতে
শুধবো ঋণ যেটুকু পারি জীবন তোমার চরনে শুপে দিয়ে।
সুন্দর পৃথিবী দেখা তোমার লালিত পালিত স্বপ্নের মাঝে
কি করে ভুলব তোমায় এ দেহে জীবন থাকতে।
তুমি মাগো শ্রেষ্ট শিক্ষক ত্রিভুবনের তরে
তাইতো মানুষ হয়েছি আজ শ্রেষ্ট জগতের তরে।
তোমার প্রেরনায় সমাজের উচ্চ শিখরে উঠা
ফেলে দিওনা আমায় টেনে নিও বুকে সামান্য ভুল হলে।
আমায় করিও ক্ষমা মেনে নিও সব ব্যেথা ভুলে
আমিতো তোমারী ছেলে।
জীবনে দেখিনি মাগো তোমার মত এত দরদী আর কেউ আছে
হাজার যন্ত্রনা সয়ে হাসি মুখে টেনে নাও বুকে
আমি যে বুঝিনা কত কথা বলি কটু কথার ছলে
মাফ করে দিও তুমি, আমি যে তোমার পাগল ছেলে।
তোমার শিক্ষায় গড়ে উঠা এই আমি
তাইতো কেউ পারবেনা আমায় দুমিয়ে রাখতে
যতদিন সাথে থাকবে তোমার দোওয়া।
কে কি বলে বলুক আমিতো তোমায় ছাড়বনা
হাজার কষ্টের মাঝে শুধু তুমি যেন আমায় ভুল বোঝনা
তাহলে বন্ধ হবে আমার শ্বাস
জীবন কালো মেঘে ঢেকে যাবে অবশেষে আমার হবে সর্বনাশ।