আমি তোমাকে নিয়ে ভাববো এ যে বড়ই অধিকার
এ যে বড়ই সৌভাগ্য আমার
পরম করুনাময় রুপ দিয়েছে তোমার
ধন্য হে রুপ কারিগর তোমায়।
আজ বড় লজ্জিত আমি
এই তোমার মত কাউকে নিয়ে ভাবার কারণে
হায়রে তোমার রুপ হায়রে তোমার আরো কত কি
কিছু না ভেবেই তোমার প্রেমে ধরা দিয়েছি,
আজ বড়ই লজ্জিত আমি।
তোমার রুপের মুখে, না থাক আর বেশি কিছু নয়
তুমিওতো বোঝ কি বলতে চেয়েছিলাম
যাও দুরে চলে যাও
শিমানার প্রাচীর ভেদ করে যাও
কোনদিন যেন দেখা নাহি হয়।
কষ্টের হাজারো দিন একা পাড়ি দিব
এসনা কোন অজুহাত নিয়ে
তুমি সুখে থাকো নন্দিনী বেশ
আর আমার কাছে তোমার প্রয়োজন শেষ।
বিদায় নন্দিনী
আজ থেকে তোমায় দিবনা আর কোন জ্বালা
সুখে থেকাে বেশ।
আমার পাওয়াটাও কম কিসে
তোমার জন্য পেলাম শুধু লাঞ্চনা আর অবহেলার দেশ ।