মা নেই শুধু মা নেই
থেমে নেই জীবনের চলার গতি
ভালবাসাটাও ছিল বেশ অতি
মা ছাড়া আজ আমার জীবনের নেই কোন গতি।
মা জীবনের চলার অগ্রদূত
মা ছিল আমার জীবনের বুলেট বারুদ
যার ঝলকানিতেই জীবন আমার
আলোকিত ডিজিটাল যুগ।
নামাজের বিছানা দরজার পাশে
চশমাটা দেয়ালের উপর
খাটটা পরে আছে নিঃস্তব্ধতায়
হাহাকার ঘর জানালায় মাকড়শার জাল।
শুধু মা নেই
মনে হয় সাহারার মরুভুমি পুরো বাড়িটাই।
বাবা নেই হারিয়ে গেছে অনেক আগেই
মা আমার আগলে রেখেছিল পুরো সংসার
কত কষ্ট আর কত যন্ত্রনা নিয়ে
হয়তো বা এক বেলা খেয়ে না খেয়ে
মানুষ বানিয়েছিল আমাদেরকে।
কত আপনজন আজ দাড়িয়েছে পাশে
আসলে সে দিন,
সবাই থেকেও না থাকার মত পাশ কেটে গেছে
মা আমার যায়নিতো ছেড়ে
এমন দরদী মা ভবে আর নাই রে।