আশার আলো দেখবেনা মুখ হয়তো কোন দিনও
তবুও আশায় বাঁধি বুক
তুমিতো লুকিয়ে বেঁচে গেলে অন্ধকারে তোমার মুখ
কি করে উঠে দাঁড়ায় পড়ে থাকা নর্দমা থেকে
লজ্জায় নিচু হয় মাথা।
কেমন বেয়াদব তুমি
রেখে গেলে হাজারো স্মৃতি আমার জীবন ঘিরে
আর আজ না দেখার ভান করে দুপা সামনে বাড়িয়ে চলে গেলে।
এমন কাজটি আসলে মেয়েরায় পাড়ে।
যার জন্যে কতনা বাজি ধরতাম আমি
সে কিনা চেনেইনা, বলে আর করোনা পাগলামি।
হায়রে হায় এইতো আসল ছলনাময়ী
আগে যদি বুঝতাম
হৃদয়টাকে আছার মেরে কেঁচে দিতাম হুইল পাউডার দিয়ে।
নয়তোবা বুকে চাপা কান্না নিয়ে বেড়িয়ে যেতাম দুর বহুদুরে
আর জীবনের জয়গান বাজাতাম বাঁশির করুণ সুরে।