যখনি যেখানে যেদিকে তাকায়
তোমাকে সেখানেই দেখতে পাই
পাই তোমার অনুভুতির ছোঁয়া
তাইতো পাখিরা মেলে দেয় ডানা।
উড়ুন্ত পাখি উড়ে যায় দুর নিলীমায়
শিমানা ছাড়িয়ে পাখি যায় উড়ে যায়
পিছনের স্মৃতি রেখে যায় আপন ঠিকানায়।
তেমনি হবে হয়তো চিনতে পারিনি তোমায়
নয়তো আমায় চিনতে পারনি
শুধু রেখে ছিলে অবহেলায়
অগোছালো করে আমায় নিঃসঙ্গতায়।
ভাবনার অথৈয় সাগরে দিতাম যদি ডুব
খুজে পেতাম হয়তোবা একটা নুরি
তবুও শান্তনা পেতাম কিছু একটা পেয়েছিতো বটে।
দিন শেষে আজ যখন মিলাই হিসাবের খাতা
এত হিসাব করেও মেলে না হিসাব
শুধুই লস লাভের আশাও নেই,
তাইতো ছেড়ে দিলাম তোমায় উপরআলার ভরসায়।
আমার চাওটাকে বিশ্বাস রেখে
আস যদি ফিরে নিব তোমায় পরম যত্নে আপন করে
শুধু ভালবাসবো বুকে আগলে রেখে
ফিরাবনা কোনদিনও তোমায়
কথা দিয়ে গেলাম উম্মুক্ত শ্রতাদের মাঝে
আসবে কি ফিরে?