নতুনের আগমনে ভরে যায় বুক
হোকনা সে আমার অচেনা
তবুও আমার সুখ।
চিনি কিবা না চিনি তাতে কি যায় আসে
কত চেনা লোক পড়ে আছে আমার বাড়ির পাশে
নেইনাতো খোঁজ সময় কই
শুধু কাজ আর কাজ অবিরাম পথ চলার মাঝে।
তবুও মানুষতো আমরা দিন শেষে
সকলের তরে সবাই খুজে দেখ
লেগে আছে আত্বীয়র লেশ।
তাইতো বলি অবহেলা করে আর করোনা বেলা শেষ
যার যা আছে এই দুঃসময়ে দিয়ে করো শেষ
সবাই বাঁচি এক সাথে।
আসবেই সুন্দর দিন, দেখবে হবেনা আনন্দের শেষ।
সেদিন বুঝবে আসলে সুখ কোথায়
তুমি ভেবেই পাবেনা কে তোমার পাশে,
মনোবল করো আরো শক্তের দাহ
যা হবাব হবে করো শফত
থাকবেনা আর অনাহারে কেহ।
আমি যদি খাই দুমুঠো ভাত
সে কেন পাবেনা।
মেনে আর নিবনা
সংগ্রামে সংকল্প মনে নেমে যাও রাস্তার টানে
দেখবে কত সুখ আছে
অতিথি আপ্যায়নে।


নোটঃ এই দুঃসময়ে আমরা সবাই সাবার পাশে থাকার অঙ্গিকার করিনা কেন। আমি আছি আপনারা আছেনতো।