আমি একদিন তোমায় ছাড়িয়ে যাব দুর শীমানায়
খাবে আমায় ভূপৃষ্ঠের কীট আর দেহ মিশে যাবে মাটির অবক্ষয়ে
হতবাগ হবার কিছু নেই তুমিও একদিন হারিয়ে যাবে তেমনি করে
শুধু রয়ে যাবে এ পৃথিবীর ভূপৃষ্টে তোমার আমার পদধুলি।
শুনতে পাবেনাকো কোন আওয়াজ
পারবেনাকো নতুন করে সৃষ্টি করতে রেকডের পাতা
ছড়িয়ে যাবে তোমার কর্মের ফলাফল পৃথিবীর বুকে
তোমারী কোন বংশধর।
যারা জানবেইনা তোমার কোন নাম পরিচয়
দেখবে শুধু দুর থেকে দুরে অন্য দেশান্তর
ফুটবেনা মুখ বলতে পারবেনা কথা পালন করবে নিরবতা
নিয়তী এমনি এটাই নিয়তীর খেলা।
যাব কত বেলা দিন গিয়ে রাত হবেই আনাগোনা
শুধু তুমি আমি নেই তাতে আসে যায় কার কিবা
ছিল যত কিছু তোমার, আজ নেই কিছু শুধু ভাগিদার।
বন্টনেও বিপত্তি কারো কারো হবে
কেউবা বলবে সম্পদ এত কম, কি করেছিল বুড়ো বুড়ি টাজে,
আরো কিছু রেখে গেলে সারাজীবন থাকতাম দুধে ভাতে।
আরো কত কথা কত বেদনায় জড়াবে তোমার আমার হৃদয়
ব্যকুল হবে ফিরে পেতে পিছনের জীবনটাকে
লাভ নেই কোন কিছুতেই হিসেবের খাতা দেখে
যাবে দোজখ আর বেহেস্তে।
আগে বাড়ো নেই বেলা, সময় থাকতে হাতে
সেরে নাও সকল কাজ, সাথে রেখ ইবাদতকে।
নামাজ আর রোজা যত পারো কর
লাভ হবে যেদিন থাকবে প্রিয়জন হারা
খুব বেশি সময় হয়তো নেই আর হাতে
হয়তো ক্ষনিকেই আসবে ডাক
তুমি হবে নিশ্বাস হারা আর আমার জন্য হয়তো আনবে কেউ
চার বেহারার পালকী ভাড়া।
যেতে করাবেনা দেরি হায়রে করবে তারা
মনে হবে আমার দেশ বুঝি আমেরিকাও ছাড়া।