যায় দিন যায়
ঘুরে ফিরে আসে ১৪ই ফেব্রুয়ারী হায়।
তবু যেন নতুনের বারতায়
সেজে উঠে সবাই।
যায় দিন যায়
ঘুরে ফিরে আসে ১৪ই ফেব্রুয়ারী হায়।
সকলের স্বাধ প্রিয়তমা থাক
পাশে একটু বসে নিরালায়।
বলবে কথা আপন ঠিকানায়
হয়তোবা পার্কে কেউবা অন্য কোথাও
কোন কিছু চাওয়া নেই
শুধু মুখোমুখী বসা ।
ভাবনাটা দুর অজনায়,
শঙ্খচিল উড়ে যায় যেমন আপন ঠিকানায়।
বিকেলের আড্ডায় হয়তোবা ফুচকা খাওয়া
অথবা গরম চায়ের কাপে চুমুক দেওয়া
এর বেশি কিছু নয়।
এত এত চাওয়া, নয় কিছু পাওয়ার আশা
তবুও মন বেজে উঠে ব্যকুলতায়
যার কিছু নেই তারও অন্তত পার্কে আনাগোনা
দেখি ১৪ই ফেব্রুয়ারী কারে কয়।
দিন শেষে সবাই হাসি আর গানে
নয়তোবা কেউ বুক ভরা বেদনায়
ছন্নছড়া হয়ে ঘরে ফিরে যাওয়া,
এ ছাড়া আর কিছু নয়।
শুধু শুধু হতাশা আর লাঞ্চনা
আর মিশে মরিচিকার পিছে ছোটা।
সেই ভাল যার নেই চাওয়া
অল্পতেই খুশি সেই বেশি পায়।
আনন্দের শিমা নেই আর
সারা বছর ১৪ই ফেব্রুয়ারী তার।