যোগ্য তোমার নই তাই বলে চাওয়াটা কি অপরাধ?
যে কোটেই দাঁড় করাও আমি অপরাধী নই।
আবেগের বসেই সামনে হাত বাড়িয়েছিলাম
ধরতেতো বলি নাই আমি, কেন বাড়িয়ে দিলে হাত
তুমিওতো চেয়েছিলে আমায়, জীবন সাজানোর আশায়
ভেবে দেখ শুধু কি আমার অপরাধ।
যদি কোন ভুল করে থাকি আমি
তুমিও সে ভুলের ভাগিদার।
হয়তো কম আর বেশি, আবারো বলছি ভেবে দেখ বারংবার।
আজ নেই কোন দাম হয়তো তোমার কাছে আমার
জীবন প্রদীপ নিভে যাবে যেদিন
বুঝবে সেদিন প্রয়োজন আমার।
ছলনার বসে যারে দিলে ফেলে
সেই একদিন আপন হবে
হৃদয়ের আঙ্গিনায় জায়গা দিবে
দিবে আজন্মের বসবাসের নিরাপদ আবাস।
শুধু পাবেনা খুজে আমায়
হয়তো মানব অরণ্যের মাঝে,
থাকবো তখন লোকচক্ষুর অন্তরালে
ডুবে যাবে আজকের সূর্যটাও
আসবে নতুন সকাল, জমবে শিশির দুর্বা ঘাসে
ভিজে যাবে শরীল তোমার
ঘন বরষার কালো মেঘ ভর করবে তোমার আকাশে
জ্বলবেনা আর কোন তারা
মিশে যাবে তোমার জীবনটাও সমাজের অবক্ষয়ের মাঝে।