আমার অপরাধটাই আজ দেখলে মাগো তুমি
দেয়নি তোমায় জমি, বলছো আরো কত কি?
আজ ভাবি আমি, জন্ম দিয়েই কি আজ অপরাধী আমি।
কই আমিতো তোমার কোন আশাও করিনি
যা দিয়েছি সবই তোমাদের টানে।
তোমার অসুখে আমিতো শুয়ে থাকিনি,
ভাবিওনি কে কি বলবে পাড়া পরশি
ছিড়ে ছুটে নিয়ে গেছি ডাক্তার বাড়ি।
তার প্রতিদান মাগো এই কি?
যা দিলে মাগো ভোলার নয়
আর যাবনা তোমার বাড়ি
দেখ এমন দিন আসবে
তোমার দুয়ারে সেটাও আমি জানি।
হয়তো আমি থাকবনা
দেখবে পাড়াপরশি।
শুধু তোমার বড় বড় বাড়ি দালান কোঠা
আছে আরো অট্রালিকা
আর আমি থাকি কুড়ে ঘরে
যেখান থেকে তোমায় বানিয়েছি এত দামি।
হায়রে মাগো তুমি এত অহংকারী
কত কষ্ট করে মানুষ করেছি
আজ ভুলে গেলে সবই
হয়না জায়গা আমার আজো তোমার বাড়ি।
কি ভুল করেছি পোড়া কপাল আমার
তোমার মত মেয়ের বাবা আমি।
ঘৃনা হয় জীবনের শেষ প্রায় আমি
আর তুমি ডাক্তার না দেখিয়ে
আমায় দিয়ে গেলে বাড়ি।
আর অন্যরাতো খোঁজই নিলনা
তুমি তাও রেখে গেলে বাড়ি
আমি ধন্য মাগো
আমায় বানালে ঋণী।
ছি ধিক্কার জানায় তোমাদের মত সন্তানদের
সেদিন কেন ফেলে দেইনি তোমায়
কাদা আর নর্দমায়
তাহলে বুঝি আজ আর কষ্ট হতনা।
হতনা কাঁদতে আর শেষ বয়সে
হয়রে আদরের সন্তান তুমি
জেনে রেখ এর পরিণাম কি?
পেয়ে যাবে
যেদিন আর কাউকে পাবেনা পাশে
শুধু দেখবে
ফ্রেমে বাঁধানো আমার ছবি ।