হায়রে কপাল আমার
না পারিলাম দেখতে তোমার মুখ
না পারিলাম দেখতে তোমার সুখ।
উড়াল দিলে ভুবন ছেড়ে দুর আকাশের পানে
চেয়ে দেখ সুখ কি পেলে তুমি কোনখানি।
জীবন তোমার বৃথায় গেল অজপাড়া গ্রামে
শান্তি বল এতই সহজ
কান্দ কেন আজ তুমি কি লাভ তোমার
সুখ কি পেলে তুমি কোন খানি।
সুখের পাখি অচিনপুরে ধরা বড় কঠিন
হাত ফসকে উড়াল দিলে
জীবন ভরে দুঃখ নিলে
আমার জীবন নষ্ট করে
শান্তি তুমি পাবে কিরে।
নতুন সকাল সূর্য উঠে পুব আকাশে
সন্ধা নামে অনেক সুখে
মাঝের আকাশ বড়ই বেকারার
যায়না বোঝা কখন নামে ঝড়।
যায় দিন ভালই যায়
আসে দিন খারাপ,
বোঝার তোমার ভুল ছিল
এখন বেকারার।
কি আর আমি করব বল
তোমার পথে তুমি যাও
বন্ধ দুয়ার সবই
পা ফসকে পরোনাগো
ভাঙবে তোমার পা।
ভুল করোনা
মজা নিবে অন্য লোকে
কষ্ট পাবে তুমি
যা করেছো বেশ করেছো
চিন্ত তুমি ফেলে দিবে আমার ভাল থাকার।
কি লাভ তাতে দুঃখ পাবে
বাড়বে মনের জ্বালা
অন্য লোকে সুযোগ নিয়ে
তুলবে তোমার ঝালা।
আমি অধম পাইনি তোমায়
তাই বলে কি
খেলব মজার খেলা
এমন কিছু করোনাগো
যাতে আমার বাড়ে মনের জ্বালা।