আজ এই ভালবাসা দিবসে তোমার অপেক্ষায় আমি
আর সেই তুমি পড়ে আছো অন্যের বাড়ি
হত নির্বাক হই যতবার ভাবি তোমরাতো পারবেই
তোমরা যে নারী।
তোমাদের কত চাওয়া কত বাড়ি গাড়ী
সেই তুলনায় আমার আর আছে কি?
তাইতো উড়াল দিলে তুমি
পড়ে লাল বেনারশী।
আর আমি অভাগা তোমার আশায় আজো পড়ে আছি
দ্বিধা আর দন্ডে মিলে নাতো ছন্দে
তাল মাতাল হয়ে রং বেরং এর খেলায় মেতে উঠো তোমরা
আর সেই রং এর খেলায় হেরে গিয়ে কত জনের
পথের ধুলায় লুটায়ে পড়ে অগুনিত স্বপ্নের খেলা।
জনজাল বাড়ে জীবনের তরে
তবুও তরী ভিরাতে পাড়েনা নদীর কিনারে।
অবশেষে জীবনের রং বদলাতে হয় সমাজের চোখে।
সবশেষে তবুও মানুষ আমরা
তাইতো আশায় বেঁচে থাকা।
যেতে পাড়িনা আর কোন বাড়ি
বুকে বেঁধে রাখতে হয় যত শত আরি
হায়রে হায় কালইতো ১৪ই ফেব্রুয়ারী।