আমি আজ নিশ্বেষ হয়ে হারালাম সবই
তুমি শুধু হাসি মুখে, আমিই বানালাম জ্বয়ী।
বেদনার আকাশ নীলে নীলে ভরা
মাঝে মাঝে উুঁকি দেয় সূর্য মামা।
রোদ ঝড় বৃষ্টিতে যেভাবেই ঠাঁই নেয়
উড়ন্ত বলাকার দল,
সেভাবেই মেনে নিলাম আমি পরাজয়।
দুর থেকে মনে হয় কত অচেনা হয়ে গেছো তুমি
আসলে যে কিছু নয়, পরিস্থিতিই এমন দিনে দিনে।
আমার ঘরে সুখের আলো নিভে দিয়ে তুমি
অগচড়ে হারায়ে, ভরে দিলে অন্যের জমিন।
আফসোস বড্ড বেশি
না জানিয়ে তুমি কেন চলে গেলে
মেনে নিতে পারিনা রক্ত ঝরে বুকে।
গভীর রাতে বুক ফাটা কান্না শোনেনাতো কেহ
দুমরে মুচরে ক্ষত বিক্ষত হৃদয় আজ ছিন্ন ভিন্ন।
দরজার অন্তরালে কত ব্যেথা ঝর
জীবন আমার করে দিয়েছো নরবর,
কেউতো দেখেনা, কষ্ট লুকিয়ে কাঁদি
হায়রে বেদনায় ভারাক্রান্ত আমি
কইগো তুমিও কি খোঁজ নিলে
গেছোতো আজ সবই ভুলে
হায়রে নিয়তি আমার
কি এমন জীবন তুমি দিয়ে গেলে।