মাগো আমার সুখের চাবি
মাগো আমার ঘরের বাতি
মাগো আমার আঁধার রাতের চাঁদ।
ভুলে গেছো মাকে যারা
জানো কিগো
মাগো আমার সাঁজ আকাশের লক্ষ কোটি তারা
মাগো আমার ভোরের সকাল
বর্ষা কালের এক ফালি রোদ
গ্রামের কাদা মাটি
মাগো আমার তৃষ্ণার জল
কঠিন বালুচরে।
ভুলে গেছো মাকে যারা
জানো কিগো
শান্তির জোয়ার এনে দিতে মাগো শুধুই পারে
মাগো আমার এত ভালো বলার ভাষা নেই
কি লিখব তোমায় নিয়ে সাহস আমার কই।
দু - চার লাইন লিখে মাগো শেষ হবেনা তোমার কথা
ফুরাবে যে খাতার পাতা
কলম আমার ভেঙ্গে যাবে
আজ বাদে কাল দিন গড়াবে
তবু মাগো শেষ হবেনা।
তার চেয়ে তো সেই ভালো
তুমি মাগো ভালো থেকো
শান্তি হোক সুখের বাস।
এমন মাকে কষ্ট দেওয়া
অমানুষের শোভা
তোমরা যারা পড়লে লিখা
মনে রেখ
এমন মাকে কষ্ট দিলে
শাস্তি তোমার অবধারিত।