জন্ম আমার বৃথায় গেল
না পারিলাম হতে তোমার দুখের ভাগিদার।
তুমিতো মা দাওনি ফেলে
রেখেছিলে বুকের মাঝে
প্রতিদান দিয়েই দিলাম
তোমায় রেখে পালিয়ে গেলাম।
অনাহারি তুমি মাগো আমি আছি দুধে ভাতে
বিনিময়ে কি পেয়েছো?
তোমারা মাগো দয়ার সাগর
এত দয়ায় হবেনা কাজ
সন্তানদের যে নেইকো লাজ
তার চেয়ে ভালো মেরে ফেলো
তবু মাগো শান্তি পাব।
এমন ডাইনি কি করে যে ঘরে এলাে
যার কারণে সমাজ সংসার সবই গেল
ভাই-বোনদের যুদ্ধ হলো
পরাজিত বাবা মা
অবুঝ বালক ভেবে আবার তুমি মাগাে করলে ক্ষমা
এমন মানুষ দেখিনা মা।
সত্যি তুমি মহান মাতা
তাইতো ভাবি শ্রষ্টা কেন
তোমার পায়ে দিল,
এমন চাবি খানা।