মায়ের মত আপন কেহ নাইরে
যাই করুক মাকে তোরা জ্বালাসনে
মা যে আমার জন্মমাতা
যার কারণেই আলো দেখা।
কি যে মায়ার দুনিয়া
না দেখলে বুঝবিনা
চোখের আলোয় যায়না দেখা
দেখতে হবে মনের আলো জ্বালিয়ে।
হাজার ব্যেথার পাহাড় বুকে
চাপা দিয়ে সেই রাখে
বল দেখি কে সে,
ঠিক ধরেছো
ম এর সাথে আকার দিয়ে উচ্চারনটা যেটি হবে।
হায়রে হায় কি করেছি
সময় বুঝি ফুরিয়ে যায়
করব সেবা কোন দিন আবার
জান্নাত বুঝি তলিয়ে যায়।
সময় থাকতে ধরো হাল
মায়ের দোয়য় সবই ম্লান
সেই মায়ের আর কষ্ট কেন?
আমরা যারা আছি বেঁচে
সময় থাকতে সাবধান
মায়ের সাথে বেয়াদবি
হয়ে যাবে নাফরমান।
মনে রেখ মুসলমান
আল্লাহর নবী বলে গেছে
মায়ের পায়ে বেহেস্ত আছে।
শেষের কথায় বলে যাই
এমন মাকে আরো চাই
আল্লাহ তুমি শোন কথা
আমার মাকে দেওনা ব্যেথা।
কলিজা আমার ছিড়ে যাবে
রক্তক্ষরণ দেখবে লোকে
শান্তি যদি তাতে পাও
আমার মাকে নিয়ে যাও,
নইলে মাবুদ আমার মাকে
হাজার বছর হায়াত দাও।