ভালবেসে তোমায় আমি নিঃশ্ব অবিরত
তুমিতো রাখনি কথা করেছো আমায় ক্ষত বিক্ষত
তারপরেও আমি করেছি ক্ষমা তুমি সুখে থেকো।
ঘর ভেঙ্গে গড়েছো নতুন ঘর অন্যের সাথে
পর মানুষকে আপন করেছো আমায় করে পর
চলেছো রাস্তায় আমার বুকে তুলে ঝড়।
দেখ একদিন ঠিক পরবে আমায় মনে
হয়তো সেদিন আর বেশি দুরে নয়।
আগামীর কোন একদিনে
ভাবনার কিনারায় জমবে মেঘের ভেলা
গর্জে উঠবে ঘন কালো মেঘ
ঝড়াবে চোখ থেকে বরষা।
সেই দিন থাকবেনা কেউ তোমার পাশে
দিবেনা কেউ আর তোমায় ভরষা।
আমার মত আপন করে ডাকবেনা কেউ আর লক্ষী সোনা
নিঃস্তব্ধতায় ভেঙ্গে চৌচির হবে তোমার হৃদয়ের আঙ্গিনা।
শান্তনা পাবেনা জুড়াবে মন কোন হাওয়ায়
তবুও বলি চলে গেছাে সুখী হও
মিশে নাও মন অন্যের ভাবনায়।
যে তোমায় ভালবাসে চিনলেনা তারে
মোহ তোমার কাটেনি এত ভালবেসে
ফেলে গেলে কি ভেবে
আমায় জানালেনা একবারও ডেকে
শুধু শুধু আমায় অপরাধী বানালে সমাজের চোখে।