সামনের কোন এক মাসে দেখা হবে তার সাথে
আনন্দে আহল্লাদ মন শোনেনা যে কোন বারন।
শুধু যেতে চায় তার কাছে, দিতে চায় মন
রাখবো কেমন করে এতই ছোট জীবন।
মাত্র কটা দিন আগে হাত ধরে বলেছিল
যাবে নাকো ফেলে, দিতে হলে, দিব জীবন
হারাবনা কোন ঝড় এলে।
আরো বেশি খুশি, ফুরফুরে মনে রাখলাম আনন্দ পুষে
তার সাথে সত্যিই বুঝি দেখা হবে
সামনের কোন এক মাসে ।
অবশেষে শুনি
সেই হতভাগি চলে গেছে অন্যের হাত খানি ধরে
কি করে বলব কথা রুচিতে বাঁধে।
দেখাতো দুরেই রইল
মন থেকে ছুরে দুঃখ ভরা হৃদয়টাকে ফেলে দিলাম দুরে
সেই থেকে আজ আপন মনে গেয়ে যাই গান
রংঙ্গিলা দুনিয়ায় মানুষ নেই সবাই বেইমান।