মায়ের মত আপন আর কেউ নাই
তোমরা যতই বউকে করো আপন
আসলে সে পারি দিতে আসে নিজের জীবন,
সময়ের অবক্ষয়ে যে দিন তুমি হারাবে
দেখবে সে দিন আপন কে?
বউ নাকি মা।
তোমার অবর্তমানে তোমার সন্তানও হারাবে মা
শুধু দেখবে সমাজ,
তোমার সন্তানের আশ্রয়ও হবে তোমার মা।
কিসের দ্বিধা আর কিসের দণ্ড
মাকে আপন করে নাও
কটু কথায় করিওয়া মায়ের অবহেলা
তাহলে যে তোমার প্রতি অখুশি হবেন
স্বয়ং বিধাতা।


------------------
There is no one else like my mother
Whatever you do to your wife
In fact, he comes to give his life,
The day you lose the time you lose
Who will see you that day?
Wife or mother
Your mother will lose your child in your absence
Just look at the society,
Your child will also have shelter from your mother.
What a dilemma and what a bar
Take your mother
The neglect of the mother in bitter words
Then that will be unhappy with you
Self-builder.