জীবনের শেষ পরিণতি দেখবে বলে আমায় দুঃখ দিলে
অবশেষে তুমিই নিয়তীর কাছে হেরে গেলে
দেখ উপরআলা কিনা পারে
কার ঘরে থাকার কথা, আজ তুমি কার ঘরে।
নিয়তীর খেলা, করার কিছুই থাকেনা শুধু মেনে নেওয়া ছাড়া।
আজ তুমি দুষবে কাকে বল
চাপিয়ে দিবে দায়ভার কার কাঁধে।
ভেবে নাও আলোকিত করবে কার ঘর
আর ভাঙ্গবে হৃদয়ের পাঁজর কাকে দুঃখ দিয়ে।
হাহাকার চারিদিক তবুও আলো ছড়াই তোমার মুখ খানা
শত বেদনায় তবুও মন কাঁদে তোমায় দেখার আশায়
ফিরে এসো বিভেদ ভুলে মেনে নাও বাস্তবতা।
আর কত যন্ত্রনা দিবে, দিবে কত বেদনা
শেষ কর তোমার খেলা নারীর হৃদয় লজ্জা ঢাঁকা।
তুমিও মেনে নাও সুখের আশায়, সকল বিভেদ ভুলে যাও
সুখী হবে আগামীর পথচলায়।
আমার বড় কষ্ট হয় দেখলে অগোছালো তোমায়
তাইতো এত এত কথা এত এত উপদেশ দেওয়া
ভেবনা আমি চাইনা তোমায়,
প্রশ্নই আসেনা আর ফিরে চাওয়া
শুধু দেখতে চাই তোমার হাসিমাখা মুখখানা।
এর বেশি কিঙ্চিতও না।