তোমার গায়ে যে দিন লাল শাড়ী মোড়িয়েছিলে
সেদিনই আমার সব স্বপ্ন ভেঙ্গে গেছে
ভেঙ্গে গেছে বুকের পাঁজর
শুকিয়ে গেছে অন্তর।
কত দিনের কত কথা আরো কত স্বপ্ন
হারিয়ে গেছে আমার জীবন থেকে
যে দিন তুমি অন্যের হাত ধরে চলে গেছো
আমার সিমানা থেকে বহু দুরে।
অপরাধ নেই তবু কেন অবহেলা দিলে
দিলে কেন চোখের কোনে কষ্টের লোনা জল
দুমরে মুচরে হাহাকার করে দিলে আমার হৃদয়
উলট পালট করে দিলে সমস্ত আশ্রয়।
তোমার ভরষায় আমার পথচলা
আজ কাকে বানাবো অগ্রজ
নেই আর কোন পথ
কেন করলে অভিনয়?
বড় কষ্ট হয়, মনে পরে
তোমার বুকে একদিন ছিল আমার আশ্রয়
সেই তুমি নিষ্ঠুর খেলা খেললে
করলে হায়রে কত অভিনয়।
কিসের প্রয়োজন তোমার আজও জানা হলোনা
শুধু বুকে বাসা বেধে দিলে কষ্টের কলহল
নিভাতেই পারিনি আজো বুকের অনল
তবু মেনে নিলাম তোমার সুখ আমার পরাজয়।