জঙ্জাল জলাঙ্জলি দিয়ে সব কিছু ফেলে
আজ বুজি চলে যাই দুরে,
নেই যেথায় কোন পিছু টান
থাকবেনা আর কোন অভিমান
শুধুই চলব সামনে অবিরাম।
জীবন জিবীকার টানে
আর যেন থাকেনা কোন পিছু টান
গড়ব জীবন আনন্দ হাসি গানে
ভুলে গিয়ে সব স্মৃতি
শুধুই হবে নতুন একটা পৃথিবী।
থাকবো সেথায় তুমি আর আমি।
থাকবেনা কেহ, কাজতো দুরের কথা
রাকবনা মনে পিছনের কোন স্মৃতি
ধরে নাও বাঁধব ঘর আবার নতুন করে আগামীর দিনে
পৃর্ণিমা চাঁদ নিশি রাত ঘণ কুয়াশা
সব কিছু ফেলে চলে যাবো
চল সাগরের কিনারে।
ভাল লাগেনা এত এত কাজ
লাভ নেই শুধু জীবন হয়ে যাবে সর্বনাশ।
তাই বলি শোন কথা নয় কোন
চল চলে যাই সব কিছু ফেলে
সংসার সাজায় আবার নতুন করে আগামীর দিনে।
কথা দাও ভুলবেন এমন মধুর লগন
ভয় নেই যতই গর্জে উঠুক ঐ গগন
বর্ষা নামে নামুক তবুও তোমাকে চাই পাশে
বৈশাখী ঝড় যদি আসে
তাতেও ভয় করিনা
তুমি যদি থকো আমার পাশে।