আজ কত দিন কত মাস চলে যায়
চলে যায় রাত, আসে নতুন দিন
কতই গুনব বল আর এক, দুই,তিন।
তোমার পথের চাহনীতে
দুচোখ আমার জলে ছল ছল
ঘুমের ঘোরেই চুমকে উঠি
এই বুঝি তোমার পায়ের পদধুলি।
নেই ভরসা তোমার কথার
তাইতো মনে হয় আমার
মাঝে মাঝে ভাবি যা গেছে সেতো হারাবার,
কি লাভ আর তোমায় ভাববার।
পাগল মন বোঝেনা কোন কথা
তবুও বারে বারে তোমায় চাওয়া
এ যেন নিছক আবেগের খেলা
আসলে ভোলা কি যায় ভালবাসা।
মনতো মানেনা বাঁধা
আসলে মনটা আমার বড্ড বে-হায়া
তোমায় ডাকার অধিকার নেই
তবু বারে বারে ডাকা ।
যদি পারতাম মনটাকে বাঁধতে
কষা করে দড়ি দিয়ে বাঁধিয়ে রাখতাম
তাওতো নয়, কিভাবে আটকাবো
তুমি ক্ষমা করো আমায় ।
পাগল মন বোঝেনাতো তাই
আর বলার ভাষা নাই
ভুলে যাবই একদিন
যে দিন দেখবে আমি আর নাই।