অবশেষে আবারও এক অনিশ্চয়তার সাগরে ডুব সাঁতার.. এবার আর ফিরে আসবার কোনো কারণ দেখছি না..
এবার বোধ হয় এ জন্মটা তোকে না দেখেই কেটে যাবে..
তোর জন্য পরের জন্মটা বিধাতার থেকে চেয়ে নিবো ভাবছি..
কেবল একটিবারের জন্য হলেও যেনো আমাদের দেখা হয়..
দু, কাপ লেবু চায়ের দাম চুকাবার আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয়..
আর এ জন্মের দেখা করবার সাধ, জমে থাকা যত শখ, আহ্লাদ, সেই জন্মে মিটিয়ে নেবো.. যাতে কখনও আর ভুল করেও তোর কথা মনে না পড়ে দেখা হবার সাধ না জাগে...
কেউ জিজ্ঞেস করলেও আমি যেনো তোর নামটিও মনে না করতে পারি...


কতটুকু সময় নিলে তোর আমার আর কখনোই দেখা হবার সাধ জাগবে না? বলতে পারিস?
এক ঘন্টা! একটি দিন?  একটি বছর,,,
নাকি এক কোটি বছর...?


তোকে শেষবারের মতোন অনুরোধ করেছিলাম


আমাদের দেখা হওয়া দরকার.. আজ না হোক কাল.. কিংবা পরশু?  অথবা অন্য কোনো জগতে.. তবুও আমাদের দেখা হওয়া দরকার...


এসবের থেকে যে তুই অন্য জগতটা বেছে নিবি তা আমি কখনো ভাবতে পারিনি........